উখিয়ায় র‍্যাবের সঙ্গে গুলাগুলিতে মাদক কারবারি নিহত

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

 

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা ও ৩টি কার্তুজ ১টি এলজি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর ঘোনারপাড়া এলাকার আবুল মনসুরের ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এন্ড অপারেশন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জালিয়াপালংয়ের বিট অফিস এলাকায় মাদক উদ্ধারে গেলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর নিহত হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ৩টি কার্তুজ ১টি এলজি অস্ত্র ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর