‘রুমখাঁ জনকল্যাণ যুব সংঘ’র কার্যকরী কমিটি গঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
স্বেচ্ছায় মানুষের কল্যাণে কাজ করা লক্ষ্যে উখিয়া উপজেলার ৮নং ওয়ার্ডে কার্যকরী কমিটি গঠন করেছে রুমখাঁ জনকল্যাণ যুব সংঘ।
২০ সেপ্টেম্বর কার্যকরী কমিটির যাত্রা শুরু হয়।
কমিটিতে মৃণাল শর্মা বাপ্পীকে সভাপতি ও অজয় শর্মা কে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো:

সহ-সভাপতি: রবীন্দ্র শর্মা (বিজয়),
যুগ্ম সম্পাদক :ঝিন্টু শর্মা
অর্থ সম্পাদক : নিশান শর্মা
সাংগঠনিক সম্পাদক : খোকন ধর
ক্রীড়া সম্পাদক : হারাধন শর্মা (ডিমপল)
ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক : প্রদীপ শর্মা
প্রচার সম্পাদক: রুবেল শর্মা
নিবাহী সদস্য : বিকাশ শর্মা
নিবাহী সদস্য : নিকাশ শর্মা

আগামী তিন বছরের জন্য কমিটি অনুমোদন হয় বলে সভাপতি ও সম্পাদক নিশ্চিত করেন।

আরও খবর