টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ধারালো তলোয়ারসহ দুই রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার রাতে ওই উপজেলার ২৬ নম্বর শালবাগান ক্যাম্পের ব্লক-বি/৬ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি/৫ এর নুরুল হাকিমের ছেলে আইয়ুব এবং শালবাগান ক্যাম্পের বি/৯ ব্লকের দিল মোহাম্মদের ছেলে জোবায়ের।
এপিবিএন সূত্রে জানা গেছে, ডাকাতির উদ্দেশ্যে শালবাগান ক্যাম্পের বি/৬ ব্লকের সিরাজুল্লাহর ঘর সংলগ্ন পাহাড়ের পাদদেশে ২০-২৫ জন ডাকাত অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে এপিবিএন অভিযান চালায়। ওই সময় ডাকাত দল পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ার সময় ক্যাম্পের বাসিন্দাদের সহায়তায় দুই ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি তলোয়ার উদ্ধার করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো ৯ জন ডাকাতের নাম জানিয়েছে। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে এপিবিএন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-