মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুল ছাত্রের, আহত ২

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: সাহেল নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

এসময় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। নিহত সাহেল টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

১৯ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা ৬টার দিকে মেরিন ড্রাইভ সডকের হাড়িয়া খালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেল টেকনাফ পৌরসভার ৮নং ওয়র্ডের জামাল হোসেনের ছেলে। আহতরা হলেন, একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে সালাউদ্দিন (২১) অপরজন পৌরসভার ৯নং ওয়ার্ডের মোঃ কালার ছেলে মো: সাইফুল (২৬)।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মো. সোহেলকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও খবর