টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফে অস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে র্যাব-১৫।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় অধিনায়কের পক্ষে এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
আটক হামিদ হোসাইন (৪৫) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারী গ্রামের মৃত হাজী সিকদার আলীর ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হ্নীলা ইউনিয়নের ঢালারমুখ ব্লেজারপাড়া হতে বাহারছড়াগামি রাস্তার পূর্ব দিকে পাহাড়ের ঢালুতে অস্ত্র ও ইয়াবা কারবারিরা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার দুপুরে অভিযান চালায়। ঘটনাস্থলে র্যাব পৌঁছালে উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি বস্তাসহ কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা বস্তাসহ হামিদ হোসাইন নামে ওই ব্যক্তিকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে হামিদের হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে দুইটি এক নলা বন্দুক, ২ রাউন্ড গুলি ও ২০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র, গুলি ও ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন।
হামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-