নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ শওকত (২১) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব)।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
আটককৃত শওকত টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার মো. ইয়াছিনের ছেলে।
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক কারবারী টেকনাফ সদর ইউনিয়নের উত্তর বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের সামনের রাস্তায় অবস্থান করছে। ওই মাদক কারবারী সেখানে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলেও জানতে পারি। পরে র্যাব-১৫-এর একটি দল শনিবার দুপুরে অভিযান চালিয়ে শওকতকে আটক করা হয়। আটকের পর শওকতের কাছে থাকা বাজারের একটি ব্যাগের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার হয়। ’
তিনি আরো বলেন, ‘জিজ্ঞাসাবাদে শওকত দীর্ঘদিন ধরে ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো বলে স্বীকার করেছে। শওকতকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-