তিনমাস পর পৃথিবীতে ফিরলেন তিন নভোচারী!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
তিন মাসের দীর্ঘ মহাকাশ সফর শেষে পৃথিবীতে ফিরলেন চীনের তিন নভোচারী। গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মঙ্গোলিয়ায় অবতরণ করেন শেনঝু-১২ মিশনের তিন চাইনিজ নভোচারী।

চীনা নভোচারী লিউ বোমিং বলেন, মহাবিশ্ব বিশাল আর আকর্ষণীয়, যা নিয়ে মানুষের মধ্যে তীব্র কৌতুহল। নিজেদের স্পেস স্টেশনে হাঁটতে পারাটা ভীষণ গর্বের ও সম্মানের। আবারও মহাকাশ অভিযানে যেতে পারাটাই আমার জন্য পরম আনন্দ ও সৌভাগ্যের বিষয়।

গত জুনে চীনের একটি স্পেস স্টেশন থেকে মহাকাশ যাত্রায় রওনা হয়েছিলেন তারা। এটিই ছিল মহাকাশে চীনের সবচেয়ে দীর্ঘ মহাকাশ অভিযান। গত জুন মাসে শুরু হয় ‘শেনঝু-১২’ মিশনের যাত্রা। মহাকাশে চীনের প্রথম স্থায়ী স্পেস স্টেশন নির্মাণই ছিল এর প্রধান লক্ষ্য। কাজ পুরোপুরি শেষ না হলেও, এরই মধ্যে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন এ নভোচারীরা। পৃথিবীর ৩৮০ কিলোমিটার ওপরে স্পেস স্টেশন নির্মাণ কাজের অগ্রগতি বাড়িয়েছে তাদের আত্মবিশ্বাস। বলছেন-, এ অভিযানের মাধ্যমে মহাকাশ গবেষণার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল চীন।

আরও খবর