চট্টগ্রাম •
চট্টগ্রামের আনোয়ারায় সাপের কামড়ে পারভীন আক্তার (৫০) নামে সাবেক এক মহিলা ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ হাইলধর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পারভীন আক্তার স্থানীয় মোরশেদুল আলমের স্ত্রী। তার ৪ জন ছেলে সন্তান রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পারভীন আক্তার নিজ ঘরের আলমারি থেকে কাপড় বের করার সময় আলমারির ড্রয়ারের ভেতর থেকে বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্বজনরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মেজবাহ উস্ সালেহিন বলেন, শুক্রবার দুপুর ২ টার দিকে সাপে কাটা পারভীন আক্তার নামে এক মহিলাকে হাসপাতালে আনা হয়। ইসিজি পরীক্ষা করে দেখা যায় তার মৃত্যু হয়েছে। আমরা লাশটাকে পরিবারের কাছে হস্তান্তর করেছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-