টেকনাফে দুই বস্তা মদ ও বিয়ার উদ্ধার: যুবক আটক

নিজস্ব প্রতিবেদক •

হ্নীলায় র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী মদ ও বিয়ারসহ এক পাচারকারীকে আটক করেছে।

গত ১৬ সেপ্টেম্বর রাত ১০টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া ভাই ভাই ষ্টোরের সামনে রাস্তায় অভিযানে যায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পশ্চিম সিকদার পাড়ার মৃত সৈয়দ হোসাইনের পুত্র মোঃ শহিদুল্লাহ (২১) কে ২টি বস্তাসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বস্তা ২টি খুলে গণনা করে ৪৫ বোতল বিদেশী মদ ও ৩৪ ক্যান বিয়ার জব্দ করে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, জব্দকৃত মাদকদ্রব্যসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

আরও খবর