কক্সবাজার সৈকতে আরও একজনের লাশ

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজারে সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্ট থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে অজ্ঞাতনামা (২৬ বছর) ওই যুবকের লাশ উদ্ধার করে লাইফগার্ড কর্মীরা।

এর আগে একই দিন দুপুর ১টায় সি-গাল পয়েন্টের থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে সৈকতটি থেকে দুই জনের লাশ উদ্ধার হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহবুব আলম।

তিনি জানান, শুক্রবার বিকেলে সৈকতের সি-গাল পয়েন্ট থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই যুবকের নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিলো। পরে বিচকর্মী ও লাইফগার্ড কর্মীদের সহযোগিতায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এর আগে দুপুর ১টার দিকে সি-গাল পয়েন্টের সমুদ্রের পানিতে লাশের মতো কিছু একটু ভাসতে দেখে বিচে কমর্রত লাইফগার্ড সাঁতার কেটে গিয়ে এক যুবকের লাশ দেখতে পান। পরে লাশটি উদ্ধার করেন তারা।

আরও খবর