কক্সবাজার জার্নাল ডেস্ক:
মেট্রোরেলে ব্যবহৃত মালামাল চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দুলাল হোসেন, দেলোয়ার হোসেন, হাসমত বেপারী, রবিন ও আনোয়ার হোসেন।
মেট্রোরেল প্রকল্প কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ১ টন ৩৫৪ কেজি চোরাই মালামাল ও ৩টি ট্রাক জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, মেট্রোরেল প্রকল্পের নির্মানাধীন লাইন থেকে বিভিন্ন সামগ্রী চুরি করে আসছিল তারা। এসব সামগ্রী রূপান্তরের জন্য তারা একটি লোহা কারখানায় সরবরাহ করতো বলে জানিয়েছে পুলিশ।
সূত্র:যমুনা টিভি অনলাইন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-