কক্সবাজার জার্নাল ডটকম •
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় সি-গাল পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে লাইফগার্ড।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম।
বিচকর্মী মাহবুব আলাম জানান, দুপুর ১টার দিকে সি-গাল পয়েন্টে সমুদ্রের পানিতে লাশের মতো কিছু একটু ভাসতে দেখে বিচে কর্মরত লাইফগার্ড সাঁতার কেটে গিয়ে এক যুবকের লাশ দেখতে পায়। লাশটি উদ্ধার করে সৈকতের বালিয়াড়িতে রাখা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, সৈকত থেকে একটি লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া সম্ভব হয় নি। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-