আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার উখিয়ায় অভিযান পরিচালনা করে ২০ হাজার ইয়াবাসহ শীর্ষ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
১৫ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টা ১৫মিনিটের দিকে উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজার অরজিন হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গােপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল কোটবাজার অরজিন হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে র্যাব তাকে কৌশলে আটক করে। এসময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারি হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার মৃত সাব্বির আহমদের পুত্র মোঃ ইব্রাহিম (২৬)।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-