ইমরান আল মাহমুদ:
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
পরিদরর্শনকারী টিম বুধবার(১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কোভিড-১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে উখিয়া আরআইআইটিসি সংলগ্ন মালেশিয়ান ফিল্ড হাসপাতাল এর চলমান নির্মান কাজ এবং বালুখালী সাব সেন্টার এর বিডিআরসি কর্তৃক নির্মাণাধীন ভবন এর কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনার টিকা কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে হাসপাতালের অন্যান্য কার্যক্রমও পরিদর্শনে যান।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ( পিএমআর) ডা. মুনসি মো. সাদুল্লাহ, লাইন ডাইরেক্টর এনএনএস ডা. এসএম মোস্তাফিজুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগ, ডা. হাসান শাহরিয়ার কবির, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, সহকারী পরিচালক (সমন্বয়), ডা.এ বি মো: শামশুজ্জামান, আইএইচআর এন্ড ফোকাল পারসন, (এফডিএমএন) সিডিসি, ডা. মোস্তফা মাহমুদ , ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রোগ্রাম ম্যানেজার (এফডিএমএন) ডা. আরফাতুর রহমান।
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন, আবাসিক মেডিকেল অফিসার ডা.মহি উদ্দীন মহিন,মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ও উপজেলা কোভিড-১৯ ফোকাল ডা. এহেচান উল্লাহ সিকদার সহ সকল মেডিকেল অফিসারগণ, নার্সসহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-