মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
কক্সবাজারে ওয়ালটন বীচ ফুটবলের ফাইনালে ইনানী ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে চকরিয়া মাতামুহুরি ফুটবল একাডেমী।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সৈকতের কলাতলীর ডিভাইন ইকো রিসোর্ট স্পটে অনুষ্ঠিত টুর্নামেন্টের সর্বশেষ খেলার ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে দলটি এ গৌরব অর্জন করে।
খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য সাংবাদিক এম.আর মাহবুবে সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
বক্তব্যে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দুই বছর ঝিমিয়ে ছিল কক্সবাজারের ক্রীড়াঙ্গন। বীচ ফুটবলের মাধ্যমে ক্রীড়ামোদীদের মাঝে ফিরে পেতে শুরু করেছে প্রাণের সঞ্চার। খেলাধুলাই নতুন প্রজন্ম অগ্রযাত্রায় চরম অনুপ্রেরণা জোগায়। হতাশা দূর করে নতুনভাবে এগিয়ে চলার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিউদ্দিন, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, টুরিস্ট পুলিশের কক্সবাজার সহকারী পুলিশ সুপার শেহরিন আলম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবছার উদ্দিন, মাহমুদুল করিম মাদু, ফুটবল সম্পাদক হারুন অর রশীদ, আলী রেজা তসলিম ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন।
ম্যাচে সেরা গোলদাতা ইনানী দলের সুমাইয়া ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মনোনীত হয় মাতামুহুরি দলের পুষ্পা। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন শফিউল আলম, মুনিয়া আক্তার, ফরহাদ ও হ্লাহ্লা কিং। উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে বিজয়ী ট্রপি তোলে দেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-