রোহিঙ্গা নারীর কাছে মিললো সাড়ে ৬ হাজার ইয়াবা!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ হাজার ৫ শ ৪৫ পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান।

আটককৃত নারীকে রাত আটটার দিকে উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়।

আটককৃত রোহিঙ্গা নারী হলো উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২ ইস্টের বাসিন্দা গোল মোহাম্মদ স্ত্রী রেহেনা বেগম।

মঙ্গলবার বিকালে সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান পুলিশ সুপার নাইমুল হক স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। আটককৃত আসামী কে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

আরও খবর