আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের কথিত আরসা নেতা রহিম মাস্টারের সহযোগী ছিনতাইকারী এক রোহিঙ্গা যুবককে ধারালো অস্ত্রসহ আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তাকে আটক করা হয়। সে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এমআরসি -১৮২৮০, রুম-০৫,সেড-৩১ “বি” ব্লকের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ নবী হোসেন (২৪)।
এপিবিএন সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরারা জানতে পারে ছিনতাইয়ের উদ্দেশ্যে ৪/৫ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে “বি” ব্লকের একটি সেলুন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আটক ছিনতাইকারী পুলিশকে লক্ষ্য করে ছুরিকাঘাত করলে পুলিশের একজন সদস্য আহত হয়।
এ বিষয়ে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এপিবিএন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-