উখিয়ায় বাইসাইকেল পেল ২০ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়া দুর্গম এলাকার ২০ জন দরিদ্র ছাত্রীকে বাইসাইকেল উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় থাইংখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তেলখোলা-মোছারখোলা দুর্গম এলাকার দরিদ্র শিক্ষার্থীদের যাতায়াতে কষ্ট লাঘব করতে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। পরিষদের এলজিএসপি-৩ বরাদ্দ থেকে এসব বাইসাইকেল প্রদান করা হয়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ৬নং ওয়ার্ডের তেলখোলা-মোছারখোলা খুবই দুর্গম এলাকা। ওই এলাকার শিক্ষার্থীদের প্রতিদিন যাতায়াতে দূর্ভোগের কথা চিন্তা করে ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদরুল আলম, পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাফফর আহমদ, ইউপি সদস্য জয়নাল আবেদীন, ইউপি সদস্য তোফাইল আহমদ, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রহিম ও সহকারী প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও খবর