টেকনাফে কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি •


কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ একটি টহলদল এ অভিযান চালায়।

টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান টেকনাফে ঢুকবে এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় দুই ব্যক্তিকে একটি পোটলা হাতে নিয়ে নদীর কিনার থেকে বেড়িবাঁধের দিকে আসতে দেখে ধাওয়া করে বিজিবির জওয়ানরা। এসময় পোটলাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যায় তারা।

পরে ঘটনাস্থল থেকে ওই পোটলা উদ্ধার করে তার ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

আরও খবর