ক্রীড়া ডেস্ক:
লিডসকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লিভারপুল। প্রিমিয়ার লিগে শততম গোলের দেখা পেলেন মোহাম্মদ সালাহ।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চলতে থাকে লিডসের রক্ষণভাগে। অলেক্সান্ডার আর্নোল্ডের হাত ধরে ম্যাচের ২০ মিনিটে লিড এনে দেন সালাহ। সাথে পূরণ করেন প্রিমিয়ার লিগের শততম গোল। ৫০ মিনিটে লিভারপুলের লিড দ্বিগুণ করেন ফাবিনহো। ৬০ তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লিডস। এলিয়টকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার পাসকাল স্ট্রাউক।
শেষে ম্যাচের যোগ করা সময়ে সাদিও মানে গোল করলে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয় অল রেডদের।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-