সিলেট প্রতিনিধি •
সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের গুলিতে আহত হয়েছেন পাঁচজন।
রোববার ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন- পশ্চিম দত্তরাইল গ্রামের সাহাবুদ্দিনের দুই ছেলে দেলোয়ার হোসেন, মানোয়ার হোসেন, একই এলাকার আতিব আলীর ছেলে সাইদুল ইসলাম, বকু মিয়ার ছেলে আরমান আহমদ ও মনন আহমদের ছেলে দুলাল আহমদ।
স্থানীয়দের বরাত দিয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম বলেন, রোববার ভোরে মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে হানা দেয় পাঁচ-ছয়জনের একটি ডাকাতদল। ডাকাতরা জ্ঞান সেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকা, এক হাজার ডলার, পাঁচ ভরি স্বর্ণ ও ক্যামেরাসহ মূল্যবান জিনিপত্র লুটে নেয়।
লুটপাট শেষে পশ্চিম দত্তরাইল জামে মসজিদে আশ্রয় নেয় ডাকাতদল। টের পেয়ে বিষয়টি গ্রামবাসীকে জানান মসজিদের ইমাম। পরে তাদের ঘিলে ফেলে গ্রামবাসী। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে এক ডাকাত সদস্যকে ধরে গণপিটুনি দেন লোকজন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-