গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, গুলিতে আহত ৫

সিলেট প্রতিনিধি •

সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের গুলিতে আহত হয়েছেন পাঁচজন।

রোববার ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- পশ্চিম দত্তরাইল গ্রামের সাহাবুদ্দিনের দুই ছেলে দেলোয়ার হোসেন, মানোয়ার হোসেন, একই এলাকার আতিব আলীর ছেলে সাইদুল ইসলাম, বকু মিয়ার ছেলে আরমান আহমদ ও মনন আহমদের ছেলে দুলাল আহমদ।

স্থানীয়দের বরাত দিয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম বলেন, রোববার ভোরে মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে হানা দেয় পাঁচ-ছয়জনের একটি ডাকাতদল। ডাকাতরা জ্ঞান সেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকা, এক হাজার ডলার, পাঁচ ভরি স্বর্ণ ও ক্যামেরাসহ মূল্যবান জিনিপত্র লুটে নেয়।

লুটপাট শেষে পশ্চিম দত্তরাইল জামে মসজিদে আশ্রয় নেয় ডাকাতদল। টের পেয়ে বিষয়টি গ্রামবাসীকে জানান মসজিদের ইমাম। পরে তাদের ঘিলে ফেলে গ্রামবাসী। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে এক ডাকাত সদস্যকে ধরে গণপিটুনি দেন লোকজন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আরও খবর