টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ গেলো মাদক কারবারির!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ নাফনদী সীমান্ত উপকূলে বিজিবির সাথে গোলাগুলির ঘটনায় এক মাদক পাচারকারী নিহত। ঘটনাস্থল থেকে তিন বস্তা ইয়াবা ও দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম-পিএসসি) জানান, গোপন সংবাদের তথ্যের মাধ্যমে বিজিবি জানতে পারে টেকনাফ সদর বিওপির আওতাধীন দমদমিয়া ন্যাচার পার্ক সংলগ্ন নাফ নদীর উপকুল দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান প্রবেশ করবে।

সেই তথ্য অনুযায়ী,১২ সেপ্টেম্বর (রবিবার) ভোর রাতের দিকে সদর বিওপিতে দায়িত্বরত বিজিবির একটি চৌকষ দল অভিযানে যায়। এরপর ভোর সাড়ে ৪ টার দিকে তিনজন ব্যাক্তি নাফনদী সাঁতরিয়ে উপকুলের দিকে প্রবেশ করছে।

বিজিবি তাদেরকে আটক করার জন্য চ্যালেঞ্জ করে সামনের দিকে এগিয়ে গেলে মাদক পাচারকারীরা কেওড়া বাগানে প্রবেশ করে বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন শুরু করে। এতে বিজিবি দুই সদস্য আহত হলে বিজিবিও তাদের জানমাল সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে ৪-৫ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

গোলাগুলি থেমে যাওয়ার পর ভোর ৫টার দিকে বিজিবি কেওড়া বাগানের ভিতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যাক্তির দেহ উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার গুলিবিদ্ধ ব্যাক্তিকে মৃত ঘোষনা করে।

তিনি আরো জানান, বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশী করে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ লাখ, ৪০ হাজার ইয়াবা,দেশীয় তৈরী ১টি অস্ত্র,১টি ধারালো কিরিচ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। নিহত মাদক কারবারীর বয়স(২৭) নাম-ঠিকানা সনাক্ত করতে পারেনি বিজিবি।

গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিহত মাদক কারবারী সাথে থাকা পালিয়ে যাওয়া মাদক পাচারকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা কার্যক্রমের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও খবর