চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুন (২৪) নামের এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মামুন ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা নিহতের নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় বাসিন্দা মো.আরাফাত হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে পানির পাম্প ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ঘটনাস্থলে মারা যায় মামুন।

চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বশিরুল আইয়ুব বিদ্যুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রি নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর