সংবাদদাতা •
কক্সবাজারের টেকনাফে এতিমখানা পরিদর্শন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করায় কথিত ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হ্নীলা রঙ্গিখালী ইসলামিক সেন্টার পরিচালিত এতিমখানায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- দৈনিক আজকের আলোকিত সকালের স্টাফ রিপোর্টার ও রাজশাহীর বোয়ালিয়া থানার টিকাপাড়ার গোলাম মোস্তাফিজের ছেলে মো. মিরাজ উদ্দিন, বঙ্গ টেলিভিশনের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকার রুহুল আমিনের ছেলে মো. আমিনুল ইসলাম, স্বাধীন সংবাদ পত্রিকা ও জনতার দলিল পত্রিকার কক্সবাজার প্রতিনিধি ও টেকনাফ উপজেলার সাবরাং কাটাবনিয়া এলাকার মৃত আমিনের ছেলে মো. সোহেল।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল আলীম। তিনি বলেন, দুপুরে হ্নীলা রঙ্গিখালী ইসলামিক সেন্টার পরিচালিত এতিমখানায় গিয়ে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রেরিত এবং এতিমখানার পরিস্থিতি পর্যালোচনা করে সংবাদ পরিবেশনের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। এক পর্যায়ে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন।
তিনি আরও বলেন, তখন এতিমখানার প্রধান মো. ক্বারী ফরিদুল আলম চাঁদাবাজির বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে তারা ঘটনাস্থলে যান। এরপর তাদের আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
গাড়ি চালক জামাল শরীফ জানান, গত ৩০ আগস্ট থেকে দৈনিক ২ হাজার টাকায় গাড়িটি ভাড়া করা হয়। গত ৩ সেপ্টম্বর তারা কক্সবাজার পৌছে মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার মাদ্রাসা পরিদর্শন করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-