জাহেদ হাসান •
কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের আওতাধীন থাইংখালী ও তেলখোলা হাতিমরা নামক এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে দুইটি অবৈধ বসতঘর উচ্ছেদ করে প্রায় এক একর বেদখল দখলমুক্ত করেছে সরকারি বনভুমি জবর দখলকারিদের বন বিভাগ।
শনিবার (১১সেপ্টেম্বর) দুপুর ২ টার সময় উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী মোহাম্মদ শফিউল আলম এর দিক নির্দেশনায় থাইংখালী বনবিটের সুদক্ষ বিট কর্মকর্তা রাকিব হোসাইনের নেতৃত্বে একদল বনকর্মীদের সাথে নিয়ে গোপন থাইংখালী ও তেলখোলা হাতিমরা নামক এলাকায় সরকারি বনভুমি দখল করে নব- নির্মিত দুইটি অবৈধ বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে প্রায় ১ একর বনভূমি দখলমুক্ত করা ও স্হাপনা নির্মাণের কিছু মালামাল জব্দ করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে থাইংখালী বনবিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইন বলেন, ভুমিদস্যুরা সরকারি বনভূমি জবর দখল করে স্থাপনা নির্মানের খবর পেয়ে বনকর্মী, হেডম্যানসহ ভিলেজারদের নিয়ে অভিযান চালিয়ে নব-নির্মিত ২টি অবৈধ বসতঘর উচ্ছেদ করে ১ একর সরকারি বনভুমির জায়গা দখলমুক্ত করতে সক্ষম হয়েছি এবং জবর দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-