উখিয়ার ডাক্তার শামীমা ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ

ফারুক আহমদ , উখিয়া •


কক্সবাজারের টেকপাড়াস্থ সৌদিয়া বার্মিজ মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল শুক্কুর ও খুরশিদা বেগমের জেষ্ঠ্য কন্যা ডা: শামীমা ইয়াছমিন মুন্নী ২০২১ সালে অনুষ্ঠিত ৪২ তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে।

তাঁর পৈতৃক নিবাস উখিয়ার হলিদয়া পালং ইউনিয়নের কোটবাজার এলাকার রূঁমখা পালং এর মাতবর পাঁড়ায়।

মুন্নী কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও ককক্সবাজার সরকারী কলেজ এর প্রাক্তন শিক্ষার্থী।

সে ২০১৬ সালে এমবিবিএস ও ২০১৯ সালে গাইনী এন্ড অব্স বিষয়ে এফসিপিএস পার্ট ১ পরীক্ষায় উত্তীর্ণ হয়।

সে বর্তমানে ঢাকা মেডিকাল কলেজে ডিজিও কোর্সে অধ্যয়নরত। সে তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।

আরও খবর