গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানায় কর্মরত পুলিশ সদস্যদের অভিযানে বহু মামলার পলাতক আসামী এবং গত এক মাস আগে আটক হওয়ার পর পুলিশকে হামলা করে পালিয়ে যাওয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী হাবিব প্রকাশ (মগু)কে অবশেষে আটক করা হয়েছে।
উক্ত অভিযানে আটক আসামীর স্বীকারোক্তি অনুযায়ী, আপন ভগ্নীপতির বসতবাড়ীতে মজুদ করে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে এবং মাদক কারবারে জড়িত আটক আসামীর অন্যতম সহযোগী আপন ভগ্নিপতি আব্দুল গনি(৪১)কে আটক করতে সক্ষম হয় পুলিশ।
সে সদর ইউপি ছোট হাবিরপাড়া এলাকার মৃত সৈয়দুল আহাম্মদ’র পুত্র।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান আরো জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি পুলিশের উপর হামলাকারী মাদক,অস্ত্রসহ ৮টি মামলার পলাতক আসামী চিহ্নিত মাদক কারবারী সন্ত্রাসী হাবিব প্রকাশ মগু কক্সবাজার শহরে অবস্থান করছে।
সেই তথ্য অনুযায়ী,১০ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালের দিকে থানায় কর্মরত এসআই সাজ্জাদ সজিব, এএসআই এমরানসহ পুলিশের একটি চৌকষ দল কক্সবাজার পৌর শহরের বিলকিস মার্কেট এলাকা থেকে মগুকে আটক করা হয়।
এরপর আটক আসামীর স্বীকারোক্তী অনুযায়ী,
সন্ধ্যার দিকে টেকনাফ সদর ইউপি ছোট হাবিরপাড়া এলাকার তার আপন ভগ্নীপতি মাদক কারবারী আব্দুল গনীর বসত বাড়ীতে মওজুদ করে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার মাদক ব্যবসায় জড়িত তার ভগ্নীপতিকেও আটক করে পুলিশ।
আটক হাবিব হচ্ছে টেকনাফ সদর ইউপি ছোট হাবির পাড়া এলাকার মৃত সুলতান আহাম্মদ প্রকাশ বলি সুলতান’র পুত্র।
উল্লেখ্য, চলতি বছরের গত ৪ আগস্ট দুপুরের দিকে মাদক-অস্ত্রসহ ৬টি মামলার পলাতক আসামী মগুকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসার সময় আটক আসামী ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে হাবিব প্রকাশ মগুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।
ঐ দিন উক্ত ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছি
উক্ত ঘটনায় পুলিশ বাদি হয়ে স্থানীয় ইউপি সদস্য মৌলভি সৈয়দুল ইসলামকে প্রধান আসামী করে ৪০ জনকে এজাহার ভুক্ত আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছিল।
সংঘটিত ঘটনার পর থেকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা সাঁড়াশী অভিযান পরিচালনা করে ইউপি সদস্যসহ ১৪/১৫ জনকে আটক করে কারাগারে প্রেরণ করেছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-