ক্রীড়া ডেস্ক:
পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ২৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে ৩-২ এ সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ফিন অ্যালান ও টম ল্যাথামের ঝড়ো ইনিংসে শেষ ম্যাচে ৫ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে নিউজিল্যান্ড।
১৬২ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম থেকেই ধুঁকতে থাকলে বাংলাদেশ দল। একের পর এক উইকেট হারিয়ে সাজঘরে ফিরতে থাকেন টাইগারবাহিনী। এর মধ্যে স্বস্তি দিয়েছে শুধু আফিফ হোসাইন। ৩৩ বল থেকে অপরাজিত ৪৯ রান করেন তিনি।
দলের হয়ে সর্বোচ্চ ৫০* রান করেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। এছাড়া ৪১ রান করেন ওপেনার ফিন অ্যালান।
ম্যান অফ দ্যা ম্যাচ টম ল্যাথাম। ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন যৌথভাবে, নাসুম আহমেদ ও টম ল্যাথাম ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-