সাকিবকে ছাড়িয়ে যাচ্ছে পরীমণি!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
ফেসবুকে ফলোয়ার সংখ্যায় বাংলাদেশ ক্রিকেট দলের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গিয়েছিলেন আগেই। এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ফলোয়ার সংখ্যা খুব দ্রুত বাড়ায় সাকিবের কাছে চলে এসেছেন আলোচিত এই চিত্রনায়িকা।

এর আগে, খুব কম সময়ের ব্যবধানে পরীমণি টপকে গেছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ক্রিকেটার মুশফিকুর রহিমের ফলোয়ার সংখ্যা। ফেসবুকে মুশফিকের ভেরিফায়েড পেইজে ফলোয়ার এখন প্রায় ১ কোটি ৩০ লাখ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত ফেসবুক পেজে সাকিব আল হাসানের ফলোয়ার সংখ্যা প্রায় ১ কোটি ৪৯ লাখ। অন্যদিকে একই সময়ে পরীমণির ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ১৮৮। অর্থাৎ, সাকিবের চেয়ে সাড়ে ৪ লাখ ফলোয়ার কম এখন পরীমণির।

ফলোয়ার সংখ্যার এই ব্যবধান অনেক বেশি হলেও যে গতিতে বাড়ছে পরীমণির অনুরাগীর সংখ্যা, তাতে নিকট ভবিষ্যতে সাকিবকে যদি ছাড়িয়েও যান এই চিত্রনায়িকা তবে খুব একটা অবাক করা ঘটনা হবে না সেটা।

এ বছরেই বোটক্লাব কাণ্ড এবং র‍্যাবের হাতে গ্রেফতার হবার পর হুহু করে বাড়ছে পরীমণির ফলোয়ার সংখ্যা।

আরও খবর