উখিয়ায় মাদক কারবারি দুই যুবক র‍্যাবের জালে, ১০ হাজার ইয়াবা উদ্ধার!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

আটকৃত আসামিরা হলেন, উপজেলার হাকিমপাড়া গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ আব্দুল জলিল (২৪) ও থাইংখালী রহমতের বিলের পিতা বক্তার মিয়ার ছেলে মিজানুর রহমান (২৩)।

বুধবার দুপুরের দিকে গয়ালমারা এমএসএফ হাসপাতাল এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া এন্ড অপারেশন) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আটক করা হয়।
আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

এদিকে, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর