টেকনাফে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া তিন বস্তা ইয়াবা উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ শাখায় কর্মরত সদস্যরা শাহপরীর দ্বীপ সাগর উপকুলীয় এলাকা থেকে মাদক কারবারীদের ফেলে যাওয়া ইয়াবাভর্তী তিনটি বস্তা উদ্ধার করছে।

তবে অভিযান চলাকালিন সময়ে কোন মাদক কারবারীকে আটক করতে পারেনি কোস্টগার্ড। অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড’র মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক (বিএন) জানান,

৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর রাতের দিকে, কোস্টগার্ড গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার একটি বড় চালান শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সাগর উপকুল দিয়ে প্রবেশ করবে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, কোস্টগার্ড টেকনাফ শাখায় দায়িত্বরত লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে কোস্টগার্ড’র একটি অভিযানিক দল টেকনাফ সাবরাং ইউপি শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকা সংলগ্ন সাগর উপকুলীয় এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষন পর উক্ত এলাকা দিয়ে মাথার উপর বস্তা থাকা কয়েকজন ব্যাক্তিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ জনক হলে কোস্টগার্ড সদস্যরা বাঁশি বাজিয়ে তাদেরকে দাঁড়ানোর জন্য সংকেত দিলে মাদক পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে মাথার উপর থাকা বস্তা গুলো পেলে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

এতে কোস্টগার্ড সদস্যরা কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনাস্থল তল্লাশী করে ইয়াবা ভর্তী তিনটি বস্তা উদ্ধার করে।
বস্তা গুলোর ভিতর থেকে ৩ লাখ, ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি বলেন, মাদক কারবারে জড়িত কাউকে আটক করতে না পারলে উদ্ধার হওয়া ইয়াবার চালানটির সাথে জড়িতদের চিহ্নিত করার জন্য কোস্টগার্ডে কর্মরত গোয়েন্দা সদস্যদের গোপনীয় অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর