বিশেষ প্রতিবেদক •
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ হেলাল (৩৫) ও নারী লিমা আক্তার (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে পৌরসভাস্থল শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বণিকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
ইয়াবাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীরা হলো- কক্সবাজার জেলার দক্ষিণ মুহুরীপাড়া ৪ নং ওয়ার্ডের রশিদ ছেলে হেলাল, খায়রুল আমিনের স্ত্রী লিমা আক্তার।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টির নিশ্চিত করে জানান, মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। আটককৃত নারীসহ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-