টেকনাফে ৯৫ ক্যান বিদেশী বিয়ারসহ সহোদর আটক!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

কক্সবাজার র‌্যাব-১৫ টেকনাফে কর্মরত সদস্যরা বস্তাভর্তী ৯৫ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায় জড়িত আপন দুই ভাইকে আটক করেছে।

৮ সেপ্টেম্বর(বুধবার) বিকালে প্রেস বার্তার মাধ্যমে জানা যায়, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের তথ্য পেয়ে ৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে সাড়ে ৭টার দিকে টেকনাফ সদর ইউপি বরইতলী এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসা দুটি বস্তার মধ্যে রক্ষিত ৯৫ ক্যান ১২% বিদেশী বিয়ার উদ্ধার করে এবং বিয়ার গুলোর সাথে জড়িত আপন দুই আব্দুল গনি (১৯), মো.সিফাত (১৫) কে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

আটককৃত দুই ভাই হচ্ছে, হোয়াইক্যং ইউপি ১নং ওয়ার্ড কাঁটাখালী এলাকার নুরুল আলমের পুত্র।

অভিযানটির সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করে জব্দকৃত বিয়ারসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর