চট্টগ্রাম •
কর্ণফুলী উপজেলা ও নগরীর বাকলিয়া থানা এলাকায় ইয়াবা নিয়ে শিশুসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মো. ইসমাইলকে (১৯) আজ সকাল দশটায় কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর পূর্ব পাশে কামাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে বেলা ১১টায় মো. রোমানকে (১৫) বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় বিছমিল্লাহ স্টোরের সামনে হতে ১ হাজার ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই টেকনাফের লেদা রোহিঙ্গা শরনার্থী ২৪ নং ক্যাম্পের বাসিন্দা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-