চকরিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চকরিয়া প্রতিনিধি •


কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের (বাইক) ধাক্কায় আহত পথচারী মোহাম্মদ মাহসনের (৪৮) মৃত্যু হয়েছে।

সোমবার (৬ আগস্ট) রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মাহসন মাইজ কাকারা এলাকার মৃত আহমদ কবিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী বাবলু হাসান জানান, গত ২৯ আগস্ট রাত সাড়ে ৮টায় কাকারা-মানিকপুর সড়কের মাইজ কাকারা এলাকায় বাইকের ধাক্কায় মাহসন গুরুতর আহত হন।

পরে তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান বলেন, ‘মাহসনের মৃতদেহ আজ (মঙ্গলবার) সকালে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে।’

আরও খবর