নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালীর পাহাড়ি এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার দুপুর পৌনে একটার দিকে এ তথ্য জানিয়েছে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী।
তিনি জানান, রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে রঙ্গীখালীর জুম্মাপাড়ার পাহাড়ি এলাকায় অস্ত্রসহ একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।
এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন ডাকাত পালানোর চেষ্টাকালে ৫ জনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থলে একটি এসবিএল বন্দুক, চারটি ওয়ানশ্যুটারগা পাওয়া যায়।
তিনি জানান, আটকরা রোহিঙ্গা ক্যাম্পে কেন্দ্রিক ডাকাত দল ফরিদুল আলম গ্রুপের সদস্য। এ গ্রুপটি ডাকাতি, খুন, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধের সাথে জড়িত।
আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-