টেকনাফ প্রতিনিধি •
টেকনাফের দমদমিয়ায় পায়ুপথে ইয়াবা পাচারকালে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ জন হিজড়াকে আটক করে টেকনাফ ব্যাটালিয়ন।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার দমদমিয়া চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দমদমিয়া গ্রামের মৃত ওলা মিয়া ও মনজুমা খাতুনের সন্তান মো. করিম, নারী নাম কারিমা বেগম (৩৫)), গোদার বিল গ্রামের মৃত জালাল হোসেনের সন্তান মো. ফারুক ( নারী নাম পিংকি (২৫) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নং -১৭, ব্লক নং-ই এর মৃত আবদুস সামাদের সন্তান মো. ইলিয়াস, নারী নাম রুবিনা আক্তার (২০)।
বিএসবি জানায়, রবিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দমদমিয়া চেকপোস্টে অভিযান চালানো হয়। এসময় টেকনাফ থেকে বালুখালীগামী এক সিএনজিতে যাত্রীদের তল্লাশি চালালে তাদের পায়ুপথের ভিতরে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এছাড়া তাদের ব্যবহৃত ভিভু মোবাইল ১টি, টাইটানিক মোবাইল ১টি, অপ্পো মোবাইলসহ মোট ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-