ফজলুল করিম সিকদারের মৃত্যুতে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব ফজলুল করিম সিকদার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

আজ বিকাল ৪টায় মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম।

এক শোক বার্তায় তিনি বলেন, ফজলুল করিম সিকদার ছিলেন ন্যায়পরায়ণ,অন্যায়ের প্রতিবাদী জনবান্ধব। তাহার মৃত্যুতে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শোকার্তে:
অধ্যক্ষ মো. শাহ আলম
চেয়ারম্যান,৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ

আরও খবর