তালেবান ও বিরোধীদের তীব্র লড়াই চলছে

কক্সবাজার জার্নাল ডেস্ক:
আফগানিস্তানে পানশির উপত্যকার দখল নিয়ে মুজাহেদিনদের প্রতিরোধ বাহিনীর সাথে তালেবানের তুমুল লড়াই চলছে। তালেবান দখলে নেয়ার কথা জানালেও নিয়ন্ত্রণ এখনও তাদের হাতে বলে দাবি মুজাহেদিনদের।

যদিও মুজাহেদিন বাহিনীর মুখপাত্র ফাহিম ফারহাত বলছেন, তালেবানরা চারিদিক থেকে আক্রমণ করলেও নিয়ন্ত্রণ এখনও তাদের হাতেই রয়েছে। কিছুটা পিছু হটেছে তালেবান; নিহত হয়েছে গোষ্ঠীটির শতাধিক সদস্য।
গেলো কয়েক দিনের সংঘাত শুক্রবার মারাত্মক রূপ নেয়। আফগান সামরিক বাহিনীর সাবেক সদস্যরা যোগ দিয়েছেন স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সাথে। দিনভর লড়াই চলে তালেবানের সাথে। রাতে তালেবান উপত্যকাটি দখলে নেয়ার দাবি জানায়। ফাঁকা গুলি ছুঁড়ে উল্লাসও করে তারা।

তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযানে প্রতিরোধ বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে।

এদিকে, তালেবান এবং মুজাহিদিন বাহিনীর সাথে তুমুল লড়াইয়ের কারণে এলাকা ছাড়ছে আতঙ্কিত মানুষ।
সূত্র:যমুনা অনলাইন

আরও খবর