ইউনিয়ন পরিষদ : ভোটের প্রস্তুতি ইসি’র

মুহাম্মদ নাজিম উদ্দিন •

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে সন্দ্বীপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।

লকডাউন ও করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে নির্বাচন উপযোগী ১৪৯ ইউনিয়নের তফসিল ঘোষণা করা যায়নি। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। কমিশনের আজকের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে আমাদের। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন’। তিনি বলেন, ‘করোনা সংক্রমণ বৃদ্ধি ও লকডাউনের কারণে তফসিল ঘোষিত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রয়েছে। একই কারণে নতুন করে আর তফসিল ঘোষণা করা যায়নি। তবে, এখন সংক্রমণ কিছুটা কমেছে। এতে কমিশনের সভায় নতুন সিদ্ধান্ত আসতে পারে’।

চট্টগ্রামের ১৫ উপজেলায় ১৯১টি ইউনিয়ন রয়েছে। এরমধ্যে প্রথম ধাপে সন্দ্বীপ উপজেলার তফসিল ঘোষণা করা হয়। ১২ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল গত ২১ জুন। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি ও লকডাউনের কারণে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। এতে সন্দ্বীপের নির্বাচনও বন্ধ রয়েছে।

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন পূর্বকোণকে বলেন, ‘সন্দ্বীপে নতুন তফসিল হবে না। শুধু ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হবে। এছাড়াও অন্যান্য ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও অন্যান্য প্রস্তুতি রয়েছে। তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজকের সভায় এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে’।

১৫ ইউনিয়নের মধ্যে সন্দ্বীপের তফসিল ঘোষণা করা হয়েছে। বাঁশখালীর উপজেলার ১৪ ইউনিয়নের মেয়াদ শেষ হবে ২০২২ সালের এপ্রিল মাসে। বোয়ালখালীর একটি ইউনিয়নের সীমানা নির্ধারণ করা হয়নি। ১৯১ ইউনিয়নের মধ্যে ১৪৯ ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি রয়েছে বলে জানান নির্বাচন কমিশন। কারণ নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে ভোট করার নিয়ম রয়েছে স্থানীয় সরকার আইনে।

নির্বাচন কমিশন জানায়, জেলার মিরসরাই, সীতাকু-, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলার ১৪৯ ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনে তথ্য পাঠানো হয়েছে।

মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে করেরহাট, হিংগুলী, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৩১ মার্চ। মেয়াদ শেষ হয় গত ৩০ মার্চ। মিরসরাই, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর, সাহেরখালী-এই ৮ ইউনিয়নে নির্বাচন হয় ২০১৬ সালের জুন মাসে। গত ৩০ জুন মেয়াদ শেষ হয়।

সীতাকুণ্ড উপজেলার নয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের মার্চ মাসে। গত ৩০ মার্চ মেয়াদ শেষ হয়। সৈয়দপুর, বায়ৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকু-, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইমুড়ি, ভাটিয়ারী, ছলিমপুর-এসব ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে ইসি।

ফটিকছড়ি উপজেলার ১৮ ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নের মেয়াদ শেষ হয় মার্চ ও এপ্রিল মাসে। ১৫টিতে নির্বাচন হয় ২০১৬ সালের এপ্রিল মাসে। বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি, পাইন্দং, কাঞ্চননগর, সুন্দরপুর, লেলাং, রোসাংগিরি, বক্তপুর, জাফত নগর, ধর্মপুর, সমিতির হাট, আবদুল্লাহপুর ইউনিয়নের মেয়াদ শেষ হয় এপ্রিল মাসে।

হাটহাজারী উপজেলার ১৪ ইউনিয়নের মেয়াদ শেষ হয় মার্চ ও এপ্রিল মাসে। ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর, গুমান মর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদন্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর, বুড়িশ্চর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৭ মে । মেয়াদ শেষ হয় মে মাসে। এই উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন।

রাউজান উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৭ মে। ডাবুয়া, হলদিয়া, চিকদাইর, গহিরা, বিনাজুরী, রাউজান, কদলপুর, পাহাড়তলী, পূর্ব গুজরা, পশ্চিম গুজরা, উরকিরচর, নোয়াপাড়া, বাগোয়ান, নোয়াজিশপুর ইউনিয়নের মেয়াদ শেষ হয় এপ্রিল মাসে।

রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে স্বনির্ভর রাঙ্গুনিয়া ও মরিয়র নগর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয় গত বছরের ৩০ ডিসেম্বর। মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর। রাজানগর, হোছনাবাদ, পারুয়া, পোমরা, বেতাগী, সরফভাটা, শিলক, পদুয়া, চন্দ্রঘোনা, কোদালা, ইসলামপুর, দক্ষিণ রাজানগর, লালানগর-১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৮ এপ্রিল। মেয়াদ শেষ হয় ২৭ এপ্রিল।

বোয়ালখালী উপজেলার আট ইউনিয়নের মধ্যে কধুরখীল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ১৪ অক্টোবর। মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৩ অক্টোবর। শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, শ্রীপুর-খরণদ্বীপ, আমুচিয়া, আহল্লা করলডেঙ্গা-সাত ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৫ মে। মেয়াদ শেষ হয় গত ২৪ মে। পশ্চিম গোমদন্ডী ইউনিয়নে ওয়ার্ড পুনর্বিন্যাস না হওয়ায় নির্বাচন হয়নি।

পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নে নির্বাচন হয় ২০১৬ সালের ২৮ মে। কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, কুসুমপুরা, জিরি, আশিয়া, কাশিয়াইশ, জঙ্গলখাইন, বরলিয়া, ধলঘাট, কেলিশহর, হাইদগাঁও, দক্ষিণ ভূর্ষি, ভাটিখাইন, ছনহারা, কচুয়াই, খরণা, শোভনদন্ডী ইউনিয়নের মেয়াদ শেষ হয় ২৭ মে। মেয়াদোত্তীর্ণ এসব ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

কর্ণফুলী উপজেলার জুলধা, বড় উঠান, শিকলবাহা, চরলক্ষ্যা, চর পাথরঘাটা ইউনিয়নে নির্বাচন হয় ২০১৬ সালের ২৮ মে। ২৭ মে মেয়াদ শেষ হওয়ায় নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে জুইদন্ডী ইউনিয়নের নির্বাচন নিয়ে ২০১৬ সালের ৪ এপ্রিল হাইকোর্টের মামলার কারণে নির্বাচন স্থগিত রয়েছে। বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমছড়া, বারখাইন, আনোয়ারা, চাতরী, পরৈকোড়া, হাইলধর ইউনিয়নের নির্বাচন হয় ২০১৬ সালের ৪ জুন। গত ৩ জুন মেয়াদ শেষ হয়। এই ১০ নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

আরও খবর