কক্সবাজার থেকে এম্বুলেন্সে ইয়াবা পাচার, সীতাকুণ্ডে আটক ২

চট্টগ্রাম •


এম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করে বলেন, ২২ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ সীতাকুণ্ড উপজেলা থেকে দুজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন : চট্টগ্রামের সদরঘাট থানার মতিয়ারপুল এলাকার মৃত রফিক আহাম্মেদের ছেলে চালক মো. শাহিদ সোহেল (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার নাইক্ষ্যংখালীর মৃত মানিক শর্মার ছেলে হেলপার শিমুল শর্মা (২৩)।

সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে ফেনীর দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২টায় মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় চেকপোস্টে এম্বুলেন্সটির চালক ও সহযোগীকে আটক করা হয়।

এ সময় এম্বুলেন্সের ভেতর রাখা ট্রাভেল ব্যাগ থেকে ২২ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার ও এম্বুলেন্সটি জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় আসামি ও মাদক হস্তান্তর করা হয়েছে।

আরও খবর