নিজস্ব প্রতিবেদক •
টেকনাফের লেচুপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ২ জন রোহিঙ্গা অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
১ সেপ্টেম্বর (বুধবার) র্যাব-১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্র কারবারী টেকনাফ সদরের লেচুপাড়ায় সোনা মিয়ার বাড়ির উত্তর পার্শ্বে লেচুপাড়া টু হ্নীলা বাজারগামী কাচা রাস্তার উপর অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল ১ সেপ্টেম্বর রাত পৌনে ১টায় উক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজন রোহিঙ্গাকে ধরে ফেলে।
তারা হলো- টেকনাফের হৃীলা লেদা ২৪ নং এলএস ক্যাম্প ব্লক-এ রুম নং- ২৯৫ এর মোঃ কবিরের পুত্র ওমর ফারুক (২২) এবং এই ক্যাম্পের রুম নং- ১৫৬ এর মোস্তাকের পুত্র সাদেক হোসেন (২১)।
পরে আসামীদের সাথে থাকা বস্তা ও দেহ তল্লাশী করে ১টি দেশীয় ওয়ানশুটারগান ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-