গিয়াস উদ্দিন ভুলু,ককক্সবাজার জার্নাল •
র্যাব-১৫ সদস্যরা টেকনাফের হ্নীলা জাদিমুরা সড়ক এলাকা থেকে বস্তাভর্তী এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।
এসময় মাদক পাচারে জড়িত জাহেদ নামে এক ব্যাক্তিকে আটক করতে সক্ষম হয়েছে র্যাবের অভিযানিক দল।
র্যাবের পাঠানো প্রেস বার্তা সূত্রে জানা যায়, র্যাব গোপন সংবাদে জানতে হ্নীলা ৯নং ওয়ার্ড জাদিমুরা ওমরখাল ব্রীজ সংলগ্ন এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচার হবে।
সেই তথ্য অনুযায়ী ১ সেপ্টেম্বর (বুধবার) ২টার দিকে র্যাব-১৫ টেকনাফ শাখায় কর্মরত সদস্যদের একটি দল উক্ত এলাকায় অবস্থান নিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সড়কে উপরে দাঁড়িয়ে থাকা ব্যাটারী চালিত একটি টমটম গাড়ী থেকে এক ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায়।
র্যাব সদস্যরা তাকে দাওয়া করে ধরতে না পারলেও টমটমে থাকা এক মো. জাহেদ(৩৫) নামে ব্যাক্তিকে আটক করতে সক্ষম হয়।
সে হ্নীলা ৬নং ওয়ার্ড দক্ষিণ লেদা এলাকার মৃত আলী মিয়ার পুত্র।
এদিকে এরপর আটক মাদক পাচারকারীর স্বীকারোক্তি অনুযায়ী, টমটমটি তল্লাশী করে সিটের নিচে লুকিয়ে রাখা বস্তাভর্তী ১লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয় র্যাব।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, কক্সবাজার র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
টমটম চালকের আড়ালে মাদক কারবারে জড়িত আটক মাদক পাচারকারী এবং পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য আটক আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-