গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ •
র্যাব-১৫ সদস্যরা প্রতিদিনের ন্যায় চলমান মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারে জড়িত শাহপরীর দ্বীপের দুই মাদক কারবারীকে আটক করেছে।
এসময় তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ১৯ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
১ সেপ্টেম্বর (বুধবার) বিকালের দিকে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার দিকে র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ শাখায় কর্মরত র্যাবের একটি চৌকষ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করার জন্য টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া এলাকার মসজিদ সংলগ্ন প্রধান সড়কের সামনে অবস্থান নেয়। এসময় মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত অপরাধীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা ধাওয়া করে দুই ব্যাক্তিকে আটক করতে সক্ষম হয় এবং তাদের সাথে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে ১৯ হাজার,৭৫০পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত দুই ব্যাক্তি হচ্ছে, সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকার কবির আহমদ’র পুত্র মো.হারুন (৩০), আব্দুল শুক্কুর’র পুত্র মো.আলম (৩৫)।
আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-