উখিয়ার যে গ্রামে নৌকায় লাশ পারাপার!

ইমরান আল মাহমুদ •
সরকারের মহা উন্নয়নে বদলে যাচ্ছে পুরো দেশ। এ উন্নয়ন কর্মযজ্ঞের ছোঁয়া লাগেনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদার পাড়া ও গোরাইয়ার দ্বীপ এলাকায়।

সরেজমিনে দেখা যায়, একটি কাঠের সাঁকো বা সেতুর অভাবে নৌকা নির্ভর জীবনযাপন পাঁচ হাজারের অধিক মানুষের। যাতায়াতের একটিমাত্র মাধ্যম কাঠের নৌকা।

সোমবার(৩০ আগস্ট) এক হৃদয়বিদারক দৃশ্যের দেখা মিলে এ এলাকায়। কাঠের নৌকা দিয়ে রবিবার সড়ক দূর্ঘটনায় নিহত ছগির আহমদের লাশ খাটিয়ার মাধ্যমে আনা হয় খালের এ পাড় থেকে ওপারে। অতিমাত্রায় ঝুঁকি নিয়ে কোনোমতে লাশ নিয়ে হাজির জানাযার উদ্দেশ্যে। লাশ আনার আগে ও পরে শত শত মানুষ খাল পার হয় মাত্র দুটি ডিঙি নৌকার সহায়তায়।

এলাকাবাসী জানান,স্বাধীনতার ৫০বছর পেরিয়ে গেলেও অবহেলিত সিকদার পাড়া ও গোরাইয়ার দ্বীপের প্রায় ছয় হাজার মানুষ। সারাদেশে উন্নয়নের ছোয়া লাগলেও এ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ডিঙি নৌকা। বর্ষাকালে পানির প্রবল স্রোতে অসংখ্যবার নৌকা উল্টে শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাতারে খাল পার হয়েছে বলে জানান তারা।

তাছাড়া শত শত স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান,কাঠের নৌকা দিয়ে খাল পার হওয়া জনসাধারণের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণ করা হবে। আশা করি দ্রুত সময়ে এ দুর্ভোগ লাঘব হবে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, জালিয়াপালং ইউনিয়নের এ এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড চলমান বলে জানান তিনি।

আরও খবর