মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।

৩১ আগষ্ট (মঙ্গলবার) বেলা ১২টার দিকে ইনানী রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উখিয়ার সোনারপাডা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নাসির উদ্দিন ও বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক এবং ইনানীর স্বেচ্চাসেবী সংগঠন দীপ্ত জাগরণ সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইনানী রয়েল রিসোর্ট এলাকায় দ্রুতগামী দুই মোটরসাইকেল সংঘর্ষ হলে গাড়িতে থাকা সবাই আহত হন। পরবর্তীতে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতদের দু’জন বর্তমানে কক্সবাজার ফুয়াদ আল খতিব ও একজন ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আরও খবর