অনলাইন ডেস্ক •
আকাশে গুলি ছুড়ে ও আতশবাজি ফুটিয়ে তালেবান উদযাপন করেছে বিজয় উৎসব। দীর্ঘ ২০ বছরের আফগান যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। এ দেশ থেকে চলে গেছে সব মার্কিন সেনা।
আজ মঙ্গলবার বিবিসি ও আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেনজি আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
এর মাধ্যমে আমেরিকার দীর্ঘতম যুদ্ধের আনুষ্ঠানিক অবসান হলো।
তিনি বলেন, ‘আমি আফগানিস্তান থেকে আমাদের সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার ঘোষণা দিচ্ছি। আমেরিকার সব নাগরিকদের সরিয়ে নেওয়ার মাধ্যমে সেখানে আমাদের সামরিক অভিযানের সমাপ্তি হলো।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-