এন.এইচ নীরব •
মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে ৯ হাজার ৯শ ৫০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ৩৪ বিজিবির সদস্যরা। ইয়াবা পরিবহণের দায়ে প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) দুপুর একটার দিকে রেজুখাল চেকপোস্টে প্রাইভেট কার তল্লাশি করে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক হলেন, টেকনাফ গোদার বিল এলাকার আলী হোসনের ছেলে আব্দুল কাইয়ুম (৩৫)।
৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবি জানতে পারে যে, প্রাইভেটকারে ইয়াবা পাচার হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক দেড়টার দিকে ৩৪ বিজিবি’র রেজুখাল যৌথ চেকপোষ্টে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার তল্লাশীর জন্য থামানো হয়। কারের পিছনের সাইট বোর্ডের ভিতর কৌশলে লুকায়িত অবস্থায় ৯ হাজার ৯’শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় চালক আব্দুল কাইয়ুমকে আটক করা হয। জব্দ করা হয় কারটিও।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-