উখিয়ায় এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১: পলাতক আসামি শাহাজাহান

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ার রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। এ সময় মো. রফিক নুরুল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) রাত সোয়া ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ। গ্রেপ্তারকৃত রফিক নুরুল আমিন উখিয়ার চাকবৈঠার করুবনিয়া এলাকার আলী হোসেনের ছেলে।

বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ জানান, উখিয়ার রেজুআমতলী বিওপির বিজিবির সদস্যরা গোপনে জানতে পারেন বিপুল পরিমাণ ইয়াবা মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। পরে একটি টহল দল উখিয়ার গোলডেবার পাহাড়ে ফাঁদ পেতে বসে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে তাকে আটক করে।

আলী হায়দার আজাদ বলেন, পরে তার ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার ইয়াবা ব্যবসায়ী সৈয়দ নুরের পুত্র মোঃ শাহাজানের ফেলে যাওয়া ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও খবর